পোস্টগুলি

আপনার মন্তব্য লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

My Facebook account Was hacked || ফেসবুক আইডি হ্যাক হলে করণীয়।

ছবি
তথ্য প্রযুক্তির সময় ফেসবুক হ্যাক হলে ফিরে পাওয়ার উপায় তথ্য প্রযুক্তির এই যুগে সামাজিক যোগাযোগমাধ্যমের কারণে জীবন যেমন সহজ হয়েছে তেমনি বেড়েছে ব্যক্তিগত নিরাপত্তার ঝুঁকি। প্রায়শই শোনা যায় সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট হতে। শুধু এখানেই থেমে থাকে না হ্যাকারদের কাজ। অনেকে শিকার হন ব্ল্যাক মেলিংয়েরও। তবে এসব হ্যাকারদের দমাতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ পুলিশ। প্রযুক্তির সময় ডেস্ক শুক্রবার (১৭ জুলাই) বাংলাদেশ পুলিশের অফিসিয়াল পেজে ‘সোশ্যাল মিডিয়া একাউন্ট হ্যাক হলে করোণীয়’ শিরোনামে একটি একটি পরামর্শমূলক আর্টিকেল প্রকাশ করা হয়েছে। তাদের দেয়া পরামর্শগুলো হলো:  প্রথমেই http://www.facebook.com/hacked লিঙ্কে প্রবেশ করুন।  এরপর “My account is compromised”-এ ক্লিক করুন। হ্যাক হওয়া একাউন্টটির তথ্য চাওয়া হলে সেখানে উল্লেখ করা ২ টি অপশনের (ইমেইল বা ফোন নাম্বার) যেকোন একটির ইনফরমেশন দিন।  প্রদত্ত তথ্য সঠিক হলে প্রকৃত একাউন্টটিই দেখাবে এবং আপনার বর্তমান অথবা পুরাতন পাসওয়ার্ড চাইবে; এখানে আপনার পুরাতন পাসওয়ার্ড টি দিয়ে “Continue” করুন।  হ্যাকার যদি ইমেইল এড্রেস পরিবর্তন করে না থাকে তাহলে আপনার ইমেইলে র...