উপদেশ মূলক কথা বা উক্তি


 কোনো এক রামাদানে আমি থাকবো না। অথচ সেদিনও মাগফিরাতের বাতাস বয়ে যাবে পুরো পৃথিবীর বুকে। মাগফিরাতের সুবাসে সুবাসিত হবে রামাদানের বিকেলগুলো। 

নাজাতের নরম রোদ্দুর আঁচড়ে পড়বে শান্ত ধরনীর বুকে। সন্ধ্যাদ্বীপে ইফতারি সামনে নিয়ে দু'ফোঁটা অশ্রু ঝরানোর সময়টাও সেদিন হারিয়ে যাবে। 

এই গাফিল অন্তরটা কেন তা বুঝে না।
মাগফিরাতের এই নিশীথ শ্রাবণে গাফিল হৃদয়টা এখনো রাব্বে কারিমের অবাধ্যতায় লিপ্ত! পাপে জীর্ণ শীর্ণ হয়ে চলছে সবসময়। 

কোনো একদিন এই গাফিল হৃদয়টা আফসোস করে কাঁদবে বারবার। কিন্তু সেদিনের আফসোস আর কান্না কাজে আসবে না। সেদিন গাফিল আত্মা আফসোস করে বলবে, 'হায়! আমি যদি আখিরাতের জন্য কোনো আমল করতাম!(সূরা ফাজর:24)

যে জীবন আমার নয়।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Tofayel Ahmed

আজকেই করে বসে তৈরি করুন ই পাসপোর্ট