বাস্তবতা
কিছু কিছু মানুষের নিজেকে নিয়ে অহংকার খুব বেশি এবং নিজেকে বড় মনে করে কিন্তু তারা এটা হয়তো জানে না ফুলের সৌরভ আর মানুষের গৌরব বেশি দিন থাকে না। কেউ যখন তার যোগ্য তার চেয়ে অধিক কিছু পেয়ে যায় তখন তার নিজের অবস্থান এর কথা ভুলে যায়। আর মানুষের গৌরব অহংকার সৌন্দর্য চিরকাল থাকে না এক সময় সে সবি হারায়। যে ব্যক্তি নিজেকে ছোট মনে করে সে অন্যর চোখে সব সময় বড় হয়ে থাকে।বাস্তবতা
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন