কাল্পনিক গল্প

 স্ত্রী: এই শোনো, ভাবছি চুলটা ছোট করে কেটে ফেলি। কি বল?

স্বামী: কেটে ফেলো।


স্ত্রী: এত কষ্ট করে বড় করলাম...

স্বামী: তাহলে কেটো না।


স্ত্রী: কিন্তু আজকাল ছোট চুলই তো ফ্যাশন!

স্বামী: তাহলে কেটে ফেলো।


স্ত্রী: আমার বন্ধুরা বলে যে আমার যে মুখের কাটিং তাতে বড় চুলই মানায়।

স্বামী: তাহলে কেটো না।


স্ত্রী: কিন্তু ইচ্ছে তো করে।

স্বামী: তাহলে কেটে ফেলো।


স্ত্রী: ছোট চুলে তো বিনুনি হবে না।

স্বামী: তাহলে কেটো না।


স্ত্রী: ভাবছি এক্সপেরিমেন্ট করেই ফেলি, নাকি!

স্বামী: তাহলে কেটে ফেলো।


স্ত্রী: বাজে করে কেটে দিলে?

স্বামী: তাহলে কেটো না।


স্ত্রী: না। কেটেই দেখি না একবার।

স্বামী: তাহলে কেটে ফেলো।


স্ত্রী: যদি আমাকে স্যুট না করে তাহলে কিন্তু তুমি দায়ী!

স্বামী: তাহলে কেটো না।


স্ত্রী: আসলে ছোট চুল সামলাতে সুবিধা।

স্বামী: তাহলে কেটে ফেলো।


স্ত্রী: ভয় করে, যদি খারাপ লাগে।

স্বামী: তাহলে কেটো না।


স্ত্রী: না, একবার কেটেই দেখি।

স্বামী: তাহলে কেটে ফেলো।


স্ত্রী: তাহলে কবে যাবে?

স্বামী: তাহলে কেটো না।


স্ত্রী: আমি মায়ের কাছে যাবার কথা বলছি।

স্বামী: তাহলে কেটে ফেলো!


স্ত্রী: কি সব বলছ আবোল তাবোল। শরীর খারাপ নাকি?

স্বামী: তাহলে কেটো না!


স্বামী এখন হাসপাতালে ভর্তি আছে, মাঝে মাঝেই হঠাৎ করে বলে ওঠে 'তাহলে কেটো না...তাহলে কেটে ফেলো! তাহলে কেটো না...তাহলে কেটে ফেলো!'

 

এসব গল্প মাত্র, অবাস্তব এবং কাল্পনিক। বাস্তব জীবনের এসবের কোন অস্ত্বিত্ব নেই। 


যারা এর আগে মিস করেছেন তাঁদের জন্য। চুল কিন্তু উপমা মাত্র।


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজকেই করে বসে তৈরি করুন ই পাসপোর্ট

Tofayel Ahmed