কবিতা

 হৃদয়ের সবটুকু ভালোবাসা যদি

কখনো দেখানো যেতো পরিমাপ করে,

দেখতে তাহলে সবে কতটা আমার

ভালোবাসা জমা আছে হৃদয়ের ঘরে।


কারো প্রতি নেই কোন হিংসা বা ক্ষোভ,

জনপ্রিয় হওয়া বা দুনিয়াবি লোভ।

কেউ কেউ তবু এসে ব্যথা দিয়ে যায়,

মেনে নিই তাতে যদি সুখ তারা পায়।

ভুলে যাই দিন শেষে আঘাতের ক্ষত,

ভালোবেসে দোয়া করি তাদেরই তরে।।


হৃদয় বাগান জুড়ে গোলাপের চারা,

সুবাসে এসেছে ছুটে কত পথহারা।

সেই ফুল ছিঁড়ে দিয়ে যদি সুখ পাও,

অনুমতি দেয়া হলো সব ছিড়ে নাও।


মনে রেখো এ বাগান হলে বরবাদ,

মেঘ এসে ঢেকে দিলে আলো দেয়া চাঁদ,

তাতে নেমে আসবে যে অমানিশা ফের,

আঁধারে হারালে পথ পেয়ে যাবে টের।

সময়ের ঘড়ি থামে থামেনা সময়

বুঝে যাবে একদিন ঠিক আগে পরে।।


গীতিকাব্য,

ভালোবাসা

✍তোফায়েল


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজকেই করে বসে তৈরি করুন ই পাসপোর্ট

Tofayel Ahmed