উপদেশ
যার নেশা আর পেশা মিলে যায় তার
চেয়ে সৌভাগ্যবান আর কে হতে পারে?
খুব শিগগির অসম্ভব চমৎকার একটা
কিছু ঘটতে চলেছে তোমার জীবনে,
তুমি কি সেটি অনুভব করতে পারো?
সম্ভাবনা আর বিপদ হাতে হাত রেখে চলে।
তাই বলে সম্ভাবনার দ্বার না খুললে কি চলবে?
যুদ্ধে বিজয়ী হলেই বিপ্লবী হওয়া যায় না৷
প্রকৃত বিপ্লবী তো সেই যে স্ত্রীর
মনের একমাত্র বীরপুরুষ।
টাকার বিনিময়ে শিক্ষা অর্জনের
চেয়ে অশিক্ষিত থাকা ভাল।
অর্থ যেমন অর্থের জন্ম দেয়,
সাফল্য তেমনি সাফল্যের জন্ম দেয়
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন