আবেগ নিয়ে কিছু কথা
দুনিয়াতে খুব অল্প কিছু মানুষ আছে একান্ত আলাদা নক্ষত্রের মতো যারা কিন্তু আসলে নিরিহ এবং আলাদা তারা হাজার সাধন করে ও কারোই কাছে পরম আপন হতে পারে না কিন্তু একাই থাকে চিরতরে বেলা শেষে এরাই যথেষ্ট বিভোরে চলে যায় 😪তাদের জীবনে কিছু মানুষ এসে যায় যারা সামান্য সময়ের জন্য পাশে থাকার প্রতিশ্রুতি দেয়। অসংজ্ঞায়িত অবজ্ঞায় তাদের
কেউ বুঝতে পারে না, তাই তো তাদের এই দুনিয়ায় সব কিছু থাকলেও শূন্যতা ছাড়া কিছু থাকে না তারা একাই আসে ছায়া নিয়ে আবার এটা ঘুরে ছায়া হয়ে 😷
পৃথিবীতে আমরা সবাই কেউই চিরস্থায়ী নয় 🙃
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন