Tofayel Ahmed
মাদকাসক্ত বখাটে ছেলেটাও চায় তার জীবনে একটা ভালো মানুষ আসুক। যে তাকে সেই নেশার জগৎ থেকে ফিরিয়ে আনবে। শাসন করে বলবে তুমি তার কখনো এসব খারাপ কাজ করবে না।
যৌনপল্লীতি গিয়ে নষ্টা উপাধী পাওয়া মেয়েটাও চায় তার জীবনে এমন কেউ একজন আসুক, যে তাকে এসব খারাপ রাস্তা থেকে ফিরিয়ে এনে - তাকে লাল বেনারশি পড়িয়ে বিয়ে করে নিজের স্ত্রী'র মর্যাদা দিবে। তাকে আর অন্য কেউ স্পর্শ করবে না। শুধুমাএ ঐ নির্দিষ্ট মানুষটা গভীর ভালোবাসে তাকে স্পর্শ করবে।
সিনেমা কিংবা নাটকে লাইট ক্যামেরার সামনে হাজার বার ভালোবাসার অভিনয় করা মানুষটাও চায় তার জীবনেও সত্যিকার ভাবে ভালোবাসবে এমন কেউ একজন আসুক। এই লাইট ক্যামেরার অভিনয়ের বাহিরে সত্যিই কেউ তাকে ভালোবাসুক।
ক্যানসারে হসপিটালের ব্যাডে মৃত্যুর দিনগুনতে থাকা মানুষটাও চায় প্রিয় মানুষগুলোর সাথে আরও বেশি কিছু দিন বেঁচে থাকতে।
সবার কাছে আনস্মাট, ব্যাগডেইটেড উপাধী পাওয়া মানুষটাও চায় তার জীবনে খুব সুন্দর কেউ একজন আসুক। যে তার ছোট ছোট অপূর্ণতা গুলো পূন্য করে দিবে।
প্রচন্ড রাগী মানুষটাও চায় তার জীবনে শান্ত শিষ্ঠ একটা মানুষ আসুক। যে তাকে সবার মতো ভুল বুঝে ছেড়ে না গিয়ে, তার রাগের সাথে নিজেকে মানিয়ে নিবে। মানিয়ে নিয়ে শেষ পর্যন্ত তার সাথে থাকবে।
একজন চোর, একজন ডাকাত, একজন খারাপ মানুষ প্রত্যেকেই চায় তার জীবনেও খুব ভালো কেউ একজন আসুক। তাকেও আগলে রাখার মতো একটা মানুষ হোক, তার জন্যও কেউ চিন্তা করুক, তার জন্যও কেউ একটু অপেক্ষায় থাকুক। মৃত্যুর পর তার কবরের পাশে গিয়ে তার জন্যও কেউ দু-এক ফোঁটা অশ্রু ফেলুক। এটা সবাই চায়।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন