আবেগ

বাঁধন ছাড়া আকাশ,, নাবিলা মাহবুব ত্বীর্থ্য সকাল থেকে আকাশটা গম্ভীর, একটু ও হাসে নি। সূর্য বসেছিল গা ঘেঁষে, তবুও ফিরে দেখেনি। ভারি নিষ্ঠুর সে চাঁদের কাছে, জোঁছনার আলো একটু ও মাখে নি। সব থেকে দাম্ভিক সে মাটির কাছে, এতটুকু ছুয়ে দেখেনি। পাহাড়ের কাছে অসম্ভব, তাই সে ধরা দেয়নি। নদী বড় স্রোতধর তাই, কথা বলেনি। আকাশটা বড় ফ্যাকাশে, অদ্ভুত, একটু একলা। সকলের ধরা ছোঁয়ার বাইরে সে। তাই আকাশ আজ একদম স্বাধীন, মুক্ত, থাকে না কারো সাথে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Tofayel Ahmed