পোস্টগুলি

জুলাই, ২০২১ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

আবেগ

ছবি
বাঁধন ছাড়া আকাশ,, নাবিলা মাহবুব ত্বীর্থ্য সকাল থেকে আকাশটা গম্ভীর, একটু ও হাসে নি। সূর্য বসেছিল গা ঘেঁষে, তবুও ফিরে দেখেনি। ভারি নিষ্ঠুর সে চাঁদের কাছে, জোঁছনার আলো একটু ও মাখে নি। সব থেকে দাম্ভিক সে মাটির কাছে, এতটুকু ছুয়ে দেখেনি। পাহাড়ের কাছে অসম্ভব, তাই সে ধরা দেয়নি। নদী বড় স্রোতধর তাই, কথা বলেনি। আকাশটা বড় ফ্যাকাশে, অদ্ভুত, একটু একলা। সকলের ধরা ছোঁয়ার বাইরে সে। তাই আকাশ আজ একদম স্বাধীন, মুক্ত, থাকে না কারো সাথে।

আবেগ নিয়ে কিছু কথা

ছবি
 দুনিয়াতে খুব অল্প কিছু মানুষ আছে একান্ত আলাদা নক্ষত্রের মতো যারা কিন্তু আসলে নিরিহ এবং আলাদা তারা হাজার সাধন করে ও কারোই কাছে পরম আপন হতে পারে না কিন্তু একাই থাকে চিরতরে বেলা শেষে এরাই যথেষ্ট বিভোরে চলে যায় 😪তাদের জীবনে কিছু মানুষ এসে  যায়  যারা সামান্য সময়ের জন্য পাশে থাকার প্রতিশ্রুতি দেয়। অসংজ্ঞায়িত অবজ্ঞায় তাদের কেউ বুঝতে পারে না, তাই তো তাদের এই দুনিয়ায় সব কিছু থাকলেও শূন্যতা ছাড়া কিছু থাকে না  তারা একাই আসে ছায়া নিয়ে আবার এটা ঘুরে ছায়া হয়ে 😷 পৃথিবীতে আমরা সবাই  কেউই চিরস্থায়ী নয় 🙃

My Facebook account Was hacked || ফেসবুক আইডি হ্যাক হলে করণীয়।

ছবি
তথ্য প্রযুক্তির সময় ফেসবুক হ্যাক হলে ফিরে পাওয়ার উপায় তথ্য প্রযুক্তির এই যুগে সামাজিক যোগাযোগমাধ্যমের কারণে জীবন যেমন সহজ হয়েছে তেমনি বেড়েছে ব্যক্তিগত নিরাপত্তার ঝুঁকি। প্রায়শই শোনা যায় সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট হতে। শুধু এখানেই থেমে থাকে না হ্যাকারদের কাজ। অনেকে শিকার হন ব্ল্যাক মেলিংয়েরও। তবে এসব হ্যাকারদের দমাতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ পুলিশ। প্রযুক্তির সময় ডেস্ক শুক্রবার (১৭ জুলাই) বাংলাদেশ পুলিশের অফিসিয়াল পেজে ‘সোশ্যাল মিডিয়া একাউন্ট হ্যাক হলে করোণীয়’ শিরোনামে একটি একটি পরামর্শমূলক আর্টিকেল প্রকাশ করা হয়েছে। তাদের দেয়া পরামর্শগুলো হলো:  প্রথমেই http://www.facebook.com/hacked লিঙ্কে প্রবেশ করুন।  এরপর “My account is compromised”-এ ক্লিক করুন। হ্যাক হওয়া একাউন্টটির তথ্য চাওয়া হলে সেখানে উল্লেখ করা ২ টি অপশনের (ইমেইল বা ফোন নাম্বার) যেকোন একটির ইনফরমেশন দিন।  প্রদত্ত তথ্য সঠিক হলে প্রকৃত একাউন্টটিই দেখাবে এবং আপনার বর্তমান অথবা পুরাতন পাসওয়ার্ড চাইবে; এখানে আপনার পুরাতন পাসওয়ার্ড টি দিয়ে “Continue” করুন।  হ্যাকার যদি ইমেইল এড্রেস পরিবর্তন করে না থাকে তাহলে আপনার ইমেইলে র...

my Facebook account Was Hacked | ফেসবুক হ্যাক হলে করণীয়

ছবি
তথ্য প্রযুক্তির সময় ১০ টা ৩৬ মিঃ, ১৭ জুলাই, ২০২০ ফেসবুক হ্যাক হলে ফিরে পাওয়ার উপায় তথ্য প্রযুক্তির এই যুগে সামাজিক যোগাযোগমাধ্যমের কারণে জীবন যেমন সহজ হয়েছে তেমনি বেড়েছে ব্যক্তিগত নিরাপত্তার ঝুঁকি। প্রায়শই শোনা যায় সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট হতে। শুধু এখানেই থেমে থাকে না হ্যাকারদের কাজ। অনেকে শিকার হন ব্ল্যাক মেলিংয়েরও। তবে এসব হ্যাকারদের দমাতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ পুলিশ। প্রযুক্তির সময় ডেস্ক শুক্রবার (১৭ জুলাই) বাংলাদেশ পুলিশের অফিসিয়াল পেজে ‘সোশ্যাল মিডিয়া একাউন্ট হ্যাক হলে করোণীয়’ শিরোনামে একটি একটি পরামর্শমূলক আর্টিকেল প্রকাশ করা হয়েছে। তাদের দেয়া পরামর্শগুলো হলো:  প্রথমেই http://www.facebook.com/hacked লিঙ্কে প্রবেশ করুন।  এরপর “My account is compromised”-এ ক্লিক করুন। হ্যাক হওয়া একাউন্টটির তথ্য চাওয়া হলে সেখানে উল্লেখ করা ২ টি অপশনের (ইমেইল বা ফোন নাম্বার) যেকোন একটির ইনফরমেশন দিন।  প্রদত্ত তথ্য সঠিক হলে প্রকৃত একাউন্টটিই দেখাবে এবং আপনার বর্তমান অথবা পুরাতন পাসওয়ার্ড চাইবে; এখানে আপনার পুরাতন পাসওয়ার্ড টি দিয়ে “Continue” করুন।  হ্যাকার যদি ইমেইল এড্রেস পরিবর্তন...

মানুষের মন মানসিকতা

ছবি
 একদিন হয়তো তুমার স্মৃতি গুলো আমায় কাঁদাবে আর তুমায় হয়তো বা হাসাবে আর আনন্দ দেবে হয়তো, আমার এই পাগলামি গুলা》 জানিনা¿ তবে হ্যাঁ আমি কারো সাথে বেঈমানি করতে পারিনা জানিনা মা বাবার কাছে কক্ষনো এটা শিখিনি। এটাও হৃদয়ে গেতে নিলাম আমার চলার জীবনে শিক্ষা হিসেবে।

Tofayel Ahmed

ছবি
মাদকাসক্ত বখাটে ছেলেটাও চায় তার জীবনে একটা ভালো মানুষ আসুক। যে তাকে সেই নেশার জগৎ থেকে ফিরিয়ে আনবে। শাসন করে বলবে তুমি তার কখনো এসব খারাপ কাজ করবে না। যৌনপল্লীতি গিয়ে নষ্টা উপাধী পাওয়া মেয়েটাও চায় তার জীবনে এমন কেউ একজন আসুক, যে তাকে এসব খারাপ রাস্তা থেকে ফিরিয়ে এনে - তাকে লাল বেনারশি পড়িয়ে বিয়ে করে নিজের স্ত্রী'র মর্যাদা দিবে। তাকে আর অন্য কেউ স্পর্শ করবে না। শুধুমাএ ঐ নির্দিষ্ট মানুষটা গভীর ভালোবাসে তাকে স্পর্শ করবে। সিনেমা কিংবা নাটকে লাইট ক্যামেরার সামনে হাজার বার ভালোবাসার অভিনয় করা মানুষটাও চায় তার জীবনেও সত্যিকার ভাবে ভালোবাসবে এমন কেউ একজন আসুক। এই লাইট ক্যামেরার অভিনয়ের বাহিরে সত্যিই কেউ তাকে ভালোবাসুক। ক্যানসারে হসপিটালের ব্যাডে মৃত্যুর দিনগুনতে থাকা মানুষটাও চায় প্রিয় মানুষগুলোর সাথে আরও বেশি কিছু দিন বেঁচে থাকতে। সবার কাছে আনস্মাট, ব্যাগডেইটেড উপাধী পাওয়া মানুষটাও চায় তার জীবনে খুব সুন্দর কেউ একজন আসুক। যে তার ছোট ছোট অপূর্ণতা গুলো পূন্য করে দিবে। প্রচন্ড রাগী মানুষটাও চায় তার জীবনে শান্ত শিষ্ঠ একটা মানুষ আসুক। যে তাকে সবার মতো ভুল বুঝে ছেড়ে না গিয়ে, তার রাগের সাথে নিজে...